Social Icons

Featured Posts

Thursday, December 31, 2015

JSC ও PSC রেজাল্ট ২০১৫

jsc and psc result 2015
আজ PSC এবং JSC/JDC পরিক্ষার রেজাল্ট প্রকাশ হচ্ছে।এই বছর দুটি পরীক্ষায় এবার প্রায় ৫২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে। প্রাথমিক শিক্ষা (PSC) এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশোন এ গিয়ে টাইপ করুনঃ- DPEআপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন। উদাহরন সরুপঃ- DPE 22327 435675 and send to 16222 মাদ্রাশা বোর্ড এর জন্যঃ- EBTআপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন। উদাহরন সরুপঃ- EBT 71657 765643 and Send To 16222 জে এস সি ও জে ডি সি এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশোন এ গিয়ে টাইপ করুনঃ- JSC স্পেস আপনার বোর্ড এর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন। উদাহরন সরুপঃ- JSC DHA 123456 and Send to 16222 মাদ্রাশা বোর্ড এর জন্যঃ- JDC স্পেস মাদ্রাশা বোর্ডএর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন উদাহরন সরুপঃ- JDC MAD 123456 and Send to 16222 বাংলাদেশ এর সকল মোবাইল অপোরেটর থেকে এই এস এম পাঠাতে পারবেন। এছাড়া online এ রেজাল্টের জন্য ক্লিক করুন।

Wednesday, December 30, 2015

সৌদি আরবের বাংলাদেশী নারী অপাবৃত (ফোনালাপ)

protect our women worker

মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নারীদের দুঃস্বপ্নের শেষ কোথায় ? শেষ কি হবেনা বাংলাদেশী নারীকর্মীদের উপর নির্যাতন? এত কিছু জয় করতে পারি একবার কি পারি না তাদের সাথে  কথা বলতে আরও একটু নিরাপদ করতে আমাদের নারীকর্মীদের? প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের হায়েনাদের শিকার হচ্ছে আমাদের নারীরা আর আমরা খবরে কিংবা পেপারে পড়ে একটু আফসোস অথবা দীর্ঘশ্বাস ফেলে ভুলে যায় সবকিছু একবার ও কি লজ্জা হয়না আমাদের? 

আপনাদের লজ্জা হোক বা না হোক আজ শুধু জানতে চাই শেষ কি হবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নারীদের দুঃস্বপ্ন?????

প্রশ্নটা বিবেকবান মানুষের বিবেকের কাছে............

আমার জন্য দোয়া করবেন সবাই...।



Saturday, December 26, 2015

আপনার মোবাইল ফোনকে বানিয়ে নিন মাইক্রোফোন।

make your mobile as a microphone
কেমন আছেন সবাই?? আশা করি ভাল।
আমি আপনাদের দোয়ায় ভাল আছি...
আজকে কি টিউন নিয়ে এসেছি সেটা হয়ত শিরনাম দেখে বুঝে পেলেছেন, চলুন শুরু করা যাক।
আমাদের নানা প্রয়োজনে মাইক্রোফোনের দরকার হয়। যদি এমন হয় যে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে ব্যবহার করতে পারবেন মাইক্রোফোন হিসেবে তাহলে কেমন হয়। এখন একটি এপ্লিকেশন ইন্সটল করেই বানিয়ে নিতে পারেন আপনার অ্যান্ড্রয়েকে  মাইক্রোফোন।  প্রথমে এপ্লিকেশনটি ডাউনলোড করুন তার পর আপনার মোবাইলে ইন্সটল করুন।
download link
size 2.3 mb


তার পর আপনার মোবাইলে স্পিকারের তারটা লাগিয়ে দিন ব্যস হয়ে গেল আপনার মাইক্রোফোন। এখন যে কোন অনুষ্ঠানে উপস্থাপনার জন্য এটি ব্যবহার করতে পারবেন। বা কোন ছোট খাট পার্টিতে ব্যবহার করতে পারবেন।
Application Features:
~~~~~~~~~~~~~
1. Amplifier
2. Mono / Stereo (Balance channel individually)
3. Equalizer adjustments
4. Line-In / Line-Out selection
5. Sampling rate selection
6. Widget support
a. Lock Screen
b. Re-sizable
7. Supports Locale/Tasker as a plugin
 আশা করি উপক্রত হবেন আর যদি টিউনটি ভাল লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন।

Friday, December 18, 2015

আউটসোর্সিং নিয়ে নতুনদের সাথে প্রতারণা বেড়েই চলছে

out sourcing flout <meta name="keywords" content="out sourcing, free-lancing, new freelancer, bangladesh freelancer, freelancing crime, outsourcing crime, outsourcing jobs"/> <meta name="description" content="this is outsourcing/free lancing crime content. here we discuss about what is freelancing crime in bangladesh, this only for new freelancer."/>
ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং নিয়ে নতুন স্টুডেন্টদের সাথে প্রতারণা দিন দিন বেড়েই চলছে। কিছু নামধারী প্রতিষ্ঠান স্টুডেন্টদেরকে নানাভাবে টাকা ইনকামের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব প্রতিষ্ঠানগুলো জেলা পর্যায়ে কোর্স করায়। অফিস ঢাকায়, অথচ ঢাকাতে ওদের কেউ চিনেনা। এরা গ্রামের ছেলে-মেয়েদের সরলতার সুযোগ নিয়ে মাত্র ৭-১০ দিন টানা কোর্স করায়। বড় হাস্যকর যে – ওরা কাজ শিখিয়ে কাজ দেওয়ার প্রলোভনও দেখায়। আর বিনিময়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নিচ্ছে ২-৩ হাজার টাকা। এভাবে তাদের ব্যবসা চলছে রমরমা।
মনে রাখবেন, ৭-১০ দিন টানা কোর্স করানো সহজ, কিন্তু আপনি টানা কতটুকু নিতে পারবেন সেটা ভাবতে হবে। ভাই, আউটসোর্সিং যদি এতই সহজ হতো সবাই সবকিছু বাদ দিয়ে আউটসোর্সিং-ই করতো। আর যারা আপনাকে ৭-১০ দিন টানা কোর্স করিয়ে কাজ দেওয়ার কথা বলে তা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। এত কাজ তাদের হাতে থাকলে নামমাত্র ফি দিয়ে জেলায় গিয়ে কোর্স করানোর প্রয়োজন হতো না। কোর্স করার পরেই টের পাবেন কাজ দেয় কি না।
ভালো করে তদন্ত করলে দেখা যায় ঢাকাতে তাদের অফিস নেই, আর থাকলেও কোন এক চিপা-চাপায়। দক্ষ ট্রেইনারও নেই। শুধু বিপুল মেম্বারের একটা ফেইফবুক পেইজই তাদের পুঁজি। ফেসবুক পেইজে অসংখ্য মেম্বার আর মনকাড়া পোস্ট পড়ে পড়ে স্টুডেন্টরা এই ফাঁদে পা বাড়ায়। যেমনি ভাবে ফাঁদে পড়েছি আমি নিজেও। ওরা সবার কাছে বলে বেড়ায় ঢাকাতে তাদের অফিস আছে, ভালো টিম আছে। স্টুডেন্টরাও এগুলোর খবর নিতে মরিয়া নয়। তারা যা বলে স্টুডন্টরা তা সরল ভাবে মেনে নেয়। ৭-১০ দিন কোর্স করার পর ঠিকই কিছুটা বুঝতে পারে।
এসব প্রতিষ্ঠান শুধু আউটসোর্সিং কোর্সের কথা বলে। কিন্তু কোন স্টুডেন্ট আসলে কোন কাজটা শিখতে চায় তা তারা জিজ্ঞাসা করেনা। তারা যে কোর্সটা করাবে স্টুডেন্টরা সেটাই করতে বাধ্য হয়।
অনেক স্টুডেন্টরাও মনে করে শুধু আউটসোর্সিং-ই হয়ত একটা কোর্স। কিন্তু এটা অনেকেই জানেনা আউটসোর্সিংয়ের কাজের নিদির্ষ্ট কোন গন্ডি নেই। যে যেই কাজ করতে পছন্দ করে, সে যদি ঐ কাজটা দক্ষতার সাথে করতে পারে তবে তা দিয়েই আউটসোর্সিং করা যায়।
তাই এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। কারো দ্বারা প্রলোভনের শিকার হবেন না। এসব প্রতিষ্ঠানকে প্রতিহত করুন। কারন, ওদের কারনে দিন দিন তরুণরা প্রতারিতই শুধু হচ্ছে না, সারা দেশে সবার কাছে ফ্রিল্যান্সিং এর গ্রহনযোগ্যতা, বিশ্বাস হারাচ্ছে। দুনিয়াতে কোন কিছুরই শর্টকাট কোন পথ নেই। অনেক পরিশ্রম করতে হবে, মেধা খাটাতে হবে। কেউ কাউকে এমনি এমনি টাকা দেয়না। কম্পিউটার নিয়ে বসলেই টাকা আসেনা। সঠিক পথে বহুদিন চলতে হবে..তবেই কিনা বিনিময়ে কিছু পাওয়ার আশা করা যায়।

Thursday, December 10, 2015

Crime Watch BDR evolt At Pilkhana (পিলখানা'র গোপন ভিডিও) Exclusive report

Crime Watch BDR evolt At Pilkhana
25th february BDR tragedy. Pilkhana GENOCIDE !  Mutiny ? A very real CONSPIRACY....

 তবে আসল রহস্য কী অজানাই থাকবে জাতির কাছে? এতগুলো প্রশ্নের উত্তর কে দিবে? কে দিবে অবুজ শিশু গুলোর অবুজ প্রশ্নের উত্তর? জানি আমরা কেউ পারবনা কিন্তু আমরা কি এতই নিচু জাতি যে যারা তাদের শ্রেষ্ট সন্তান গুলো কে হারানোর রহস্য জানতে পারবে না। আমরা কি ভুলে গেছি তাদের কথা যারা দেশের সেরা সন্তান গুলো ছিল। হয়ত ভুলিনি হয়ত ভুলেছি। কিন্তু চাই একটি সঠিক উত্তর তাদের কি অপরাধ ছিল? কেন বলি দিতে হল তাদের তাজা প্রানকে? এর মূলে কে বা কারা? উত্তর কি জানা আছে কারো? প্রশ্ন রইল এইদেশের প্রতেকটি মানুষের কাছে?

আশা করি উত্তরটা আর অজানা থাকবে না...।।

Friday, December 4, 2015

All sim registration SMS process and online

all sim registration
সকল grameenphone, robi, banglalink, airtel, teletalk, and citycell user রা তাদের সিমকে আবার  re-registration করে নিতে হবে।  সিম re-registration এর অনেকগুলো পদ্ধতির মাধ্যে একটি হচ্ছে এস এম এস এর মাধ্যমে। আপনি আপনার সিম কে এস এম এস এর মাধ্যমে re-registration করতে নিচের ধাপগুলো অনুসরন করুন।
grameenphone, robi, banglalink, airtel, teletalk  user রা সিমকে re-registration করতে নিচের নিয়মে এস এম এস করুন।
NID number(national ID number),date of birth (DD/MM/YYYY), full name and send to 1600
exmple: XXXXXXXXXXXXX,11/03/1995,sajjad hossen and send to 1600
 আপনার নামটি (full name)অবশ্যয় national ID number অনুযায়ী হতে হবে।

citycell user রা সিমকে re-registration করতে নিচের নিয়মে এস এম এস করুন।

U<>NID number(national ID number),date of birth (DD/MM/YYYY), full name and send to 1600
exmple: U<>XXXXXXXXXXXXX,11/03/1995,sajjad hossen and send to 1600

 আপনার এস এম এস টি সফলভাবে send হওয়ার পর আপনাকে একটা confermetion mssage পাঠাবে।

 এভাবে আপনার সিম সফলভাবে re-registration হল।


Thursday, December 3, 2015

How To Build a Computer - Choosing Your Components bangla tutorial

component of computer

How To Build a Computer  - Choosing Your Components bangla tutorial 

আপনার কম্পিউটারের পুরো build up দেখে নিন ভিডিওটিতে। hardware section এর সকল সমাধান দেখতে channel টির সাথেই থাকুন। subscribe this channel for more video... thank you..

 
 
Blogger Templates