Social Icons

Wednesday, October 14, 2015

সরাসরি নিজের ফাইলে প্রবেশ ঠেকাতে...... (windows 10)

windows 10 অপারেটিং সিষ্টেমে quick access নামে নতুন একটি দিক যোগ করা হয়েছে। এতে ক্লিক করলেই recently used ফাইল, ফোল্ডার, ডকুমেন্টস দেখা যায়। যারা windows 10 use করেছেন, খেয়াল করলেই দেখবেন file explorar এ click করলেই quick access সরাসরি চলে আসে এবং আপনি যে ফাইল গুলো recently use করেছেন সেগুলো দেখাবে এইখানে। এই কারনে কম্পিউটার অনেকে use করলে personal file গুলো দেখে পেলে। আপনি চাইলেই এটিকে বন্ধ করতে পারেন খুব সহজে। সাধারনত  windows explorar এর উপরের দিকে বাম পাশের তালিকাই quick access থাকে। এটি বন্ধ করতে উপরের রিবন থেকে view ট্যাবে click করুন। ডান পাশের কোনায় option বোতামে click করুন। তাহলেই ফোল্ডার অপশন খুলে যাবে। এখন open file explorer থেকে this pc select করুন। এখন নিচের privacy  সেকশনের  show recently used file in quick access থেকে টিক তুলে দিয়ে ওকে চাপলে আর recently used file দেখে যাবে না একইভাবে show frequently used folders in quick access থেকে টিক তুলে দিয়ে ওকে চাপলে আর recently used folder দেখা যাবে না।

No comments:

Post a Comment

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন tahisajjad19@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বাংলাদেশের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা ব্লগের সাথে।
ধন্যবাদান্তে,
blogger sabbir

 
 
Blogger Templates