Social Icons

Wednesday, November 25, 2015

শিখে নিন Auto like

auto like
আজ খুবই মজার একটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি  ব্লগার সাব্বির। শিরনাম দেখে হয়তো অনেকটাই বুঝে গেছেন কি শুরু করতে যাচ্ছি। তাহলে আর দেরি কেন চলুন শুরু করি......

আমরা অনেকে Auto like বিষয়ে জানি আবার অনেকে জানি না শুরু করছি নতুনদের জন্য। শুরুতে আপনার ফেসবুকে লগ ইন করুন তারপর আপনার ব্রাউজার নতুন ট্যাব ওপেন করুন তারপর প্রবেশ করুন এই সাইটে www.hublaa.me   সাইটিতে লগ ইন এর পর নিচে গিয়ে দেখবেন
step 1 click here to allow permission এইখানে ক্লিক করার মানে হচ্ছে আপনি আপনার আইডির পুরো এক্সেস তাদের কাছে দিয়ে দিলেন। ক্লিক করার পরের কাজ তা একটু মনেযোগ দিয়ে করতে হবে আপনাকে। ক্লিক করার পর দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে ওইট্যাবে শুরুতে success লেখাটি আসবে তারপর ৩ সেকেন্ড পর লাল রঙের একটা লেখা আসবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে success লেখাটি আসার সাথে সাথে লাল লেখাটি আসার আগে আপনি আপনার ব্রাউজারের URL box এর লিংকটি কপি করে নিন এবং ট্যাবটি কেটে দিয়ে ফিরে যান আগের ট্যাবে, submit your taken here লেখা বক্সটিতে আপনি আপনার কপি করা লিংকটি সাবমিট করুন। এরপর security captcha পূরন করুন তারপর ২টা add আসবে add গুলো skip করুন, তারপরের কাজ গুলো আপনি নিজেই পারবেন। তবুও না পারলে যোগাযোগ করুন। কমেন্ট করুন। তবুও গালি দিবেন না প্লিস।

আজকের মত এইটুকুই থাক আবার আসব নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন আর ব্লগের সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ.........

No comments:

Post a Comment

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন tahisajjad19@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বাংলাদেশের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা ব্লগের সাথে।
ধন্যবাদান্তে,
blogger sabbir

 
 
Blogger Templates